কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তে সোমবার ভোর ৪টায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক যুবকের নিহতের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নিহত হায়দুল ফরাজী (২৪) জামালপুর গ্রামের হাবু ফরাজীর ছেলে। তাকে মাদক পাচারকারী বলছে বিজিবি।
৪৭ বিজিবি ব্যাটালিঢনের অধিনায়ক লে. কর্নেল রাশেদ খানের ভাষ্য, ভোরে ১০-১৫ জনের একদল মাদক চোরাচালানি ভারত থেকে মাদক নিয়ে ১৫২ সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। খবর পেয়ে জয়পুর বিজিবি ক্যাম্পের টহলদল ঘটনাস্থলে পৌঁছালে মাদক চোরাচানালীরা গুলি ছুড়ে। আত্মরক্ষায় বিজিবিও পাল্টা গুলি ছুড়ে। গোলাগুলিতে একজন নিহত হন।
তিনি বলেন, পরে পুলিশ গিয়ে নিহত মাদক পাচারকারীকে হায়দুল ফরাজী বলে নিশ্চিত করে। ঘটনাস্থল থেকে এলজি, ৫ রাউন্ড গুলি, ৮ প্যাকেট গাঁজা ও বেশ কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করার কথাও জানান বিজিবির এই কর্মকর্তা।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজকের বাজার/এমএইচ