জেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের তালবাড়ীয়া এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ সকালে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের কয়েক যাত্রী আহত হয়েছেন। নিহতরা হলেন-ট্রাক চালক মাগুরা সদর উপজেলার দোয়ালী এলাকার ওবাইদুর রহমানের ছেলে নাবিল হোসেন (৩৮) এবং তার সহকারী ইব্রাহিম হোসেন।
পুলিশ ও স্থানীয়সূত্র জানায়, সকালে কুষ্টিয়া থেকে ঈশ্বরদীগামী একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের তালবাড়ীয়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (লোব্রেট টিলার) সঙ্গে মখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই ট্রাক চালকসহ ট্রাকে থাকা আরো একজন নিহত হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/ আখনূর রহমান