কুষ্টিয়ায় বাস-ট্রাক মুখোমুখিসংঘর্ষ, আহত ১৫

প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকের চালকসহ কমপক্ষে ১৫জন যাত্রী আহত হয়েছেন।  আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার, ৩০ মার্চ সকাল ১১ টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ৬ মাইল শিমুলতলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা রংপুরগামী যাত্রীবাহী তুহিন পরিবহনের একটি বাস শিমুলতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালকসহ ও বাসের যাত্রী কমপক্ষে ১৫ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

আরএম/