কুষ্টিয়ায় বাড়িতে ঢুকে মহিলা ও শিশুসহ একই পরিবারের ৩ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা।
সদর উপজেলার বারখাদা-ত্রিমোহনী এলাকায় রোববার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
আহতরা হলেন-সুমি খাতুন (২৭) ও তার শিশুপুত্র সজল (১০) এবং সুমি খাতুনের ছোট বোন রুমি খাতুন (২২)।
আহত সুমি খাতুন জানান, বারখাদা- রোববার রাত ৩টার দিকে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ বাড়িতে ঢুকে হামলা চালায়। এ হামলায় তার আমার শিশুপুত্র সজল ও ছোট বোন রুমি খাতুন গুরুতর আহত হলে এলাকাবাসী উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপতালে ভর্তি করে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আজকের বাজার রিপোর্ট: আরআর/১৭.০৪.২০১৭