কুষ্টিয়ার খোকসা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।
নিহতরা হলেন- কুমারখালী উপজেলার কল্যাণপুর গ্রামের শামসুদ্দীনের ছেলে জিয়া (৪০) ও মাঝগ্রামের কেরামত সরদারের ছেলে হাসান (৩০)।
প্রত্যক্ষদর্শীর বরাতে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, রাতে মোটরসাইকেল যোগে তিন জন সার্কাস দেখার উদ্দেশ্য কুমারখালী থেকে পার্শ্ববর্তী রাজবাড়ীর জেলার পাংশা উপজেলার বাহাদুরপুরে যাচ্ছিলেন। পথে খোকসার কুঠিপাড়া এলাকায় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জিয়া নিহত হন।
স্থানীয়দের তৎপরতায় আরেকজনকে উদ্ধার করা গেলেও মোটরসাইকেল চালক হাসান পুকুরে তলিয়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তার লাশ উদ্ধার করে।
এ ঘটনায় আহত কুমারখালীর খোর্দবন গ্রামের শফি সরদারকে (৪০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খোকসা থানার এসআই রহমান জানান, রাতেই নিহতদের মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মঙ্গলবার সকালে মৃতদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা উদ্যোগ নেয়া হয়।
আজকের বাজার/লুৎফর রহমান