কুষ্টিয়ার ভেড়ামারা থেকে একটি মেছোবাঘের বাচ্চা উদ্ধার করেছে এলাকাবাসী।
সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার ধরমপুর ইউনিয়নের উত্তরভবানীপুর এলাকা থেকে বাঘের বাচ্চাটি উদ্ধার করা হয়।
ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুল আলম লালু বলেন, উত্তরভবানীপুর এলাকা থেকে মেছোবাঘের বাচ্চা উদ্ধারের খবর এলাকাবাসী জানায়। মেছোবাঘের বাচ্চাটি উদ্ধার করে দ্রুত ইউনিয়ন পরিষদ সংলগ্ন শেখ রাসেল শিশুপার্কে রাখার ব্যবস্থা করেছি।
জানা গেছে, বৃহস্পতিবার ওই এলাকার আলতা বানু নামের এক স্থানীয় নারীকে আক্রমন করে একটি মেছোবাঘ। তার আর্তচিৎকারে আশেপাশের জমিতে কাজ করতে থাকা লোকজন লাঠি, বাটাম দিয়ে পিটিয়ে মেছো বাঘটিকে মেরে ফেলে। এলাকাবাসীর ধারনা উদ্ধারকৃত বাচ্চাটি মৃত মেছো বাঘটির বাচ্চা হতে পারে।
আজকের বাজার/আরজেড