কুষ্টিয়ায় সুবিধাবঞ্চিতদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কুষ্টিয়ার মিরপুরে প্রায় পাঁচ হাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুন) সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন তার বাসভবনে এ ঈদ বস্ত্র বিতরণ করেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সামসুল আরেফিন অমূল্য, সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাজেদুর আলম বাচ্চু, মিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কা ন কুমার, আমলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুম, স্থানীয় আওয়ামী লীগ নেতা আলম হোসেন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ অনেকে উপস্থিত ছিলেন।

আরএম/