কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সেফটি ট্যাংকি পরিস্কার করতে গিয়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরেক শ্রমিক।
রোববার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খানপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের নাম সাহাবুল ইসলাম (৩০) এবং আহতের নাম সজিব (১৮)। নিহত সাহাবুল ইসলাম মানিকদিয়াড় কবরস্থান পাড়ার কিসমত আলীর ছেলে এবং আহত সজিব গুপিনাথপুর গ্রামের লাল মহম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, খানপাড়া গ্রামের দেলমহম্মদ মাষ্টারের ছেলে কামরুল ইসলামের বাড়ির নির্মিত ভবনের ট্যাংকি পরিস্কার করতে নামে শ্রমিক সাহাবুল ইসলাম। সে ট্যাংকিতে নেমেই শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মারা যায়। তাকে বাঁচাতে গিয়ে সজিবেরও একই অবস্থা হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে প্রেরণ করে। তার অবস্থা আশংকাজনক।
হতাহতের বিষয়টি দৌলতপুর থানার ওসি শাহ দারা খান নিশ্চিত করেছেন।
আজকের বাজার/একেএ