কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন।
শনিবার (২৬ মে) সকাল ১১টার দিকে উপজেলার সোনাইকুন্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম জবা খাতুন (১৭)। জবা খাতুন দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দফাদারপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে এবং তিনি দ্বাদশ শ্রেণীর ছাত্রী।
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, জবা খাতুন ইজিবাইকে চড়ে মাজদিয়াড় গ্রামে যাওয়ার পথে সোনাইকুন্ডির নীচে ইজিবাইকের চাকায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
খবর পেয়ে দৌলতপুর থানার এসআই ফিরোজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করে।
আজকের বাজার/একেএ