কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতীকী ছবি

কুষ্টিয়ার খোকসায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। রবিবার দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের হাসিমপুর জিলাপিতলা এলাকায় ট্রাক ও নছিমনের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

খোকসা থানার ওসি বজলুর রহমান জানান, কুমারখালীগামী নছিমনকে পাশ থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে নছিমনটি উল্টে পার্শ্ববর্তী খাদে পড়লে ভবেশ কুমার (৪০) নামে এক যাত্রী নিহত হন।

এতে আহত হন চিত্ত বাবু (৪৫) নামে অপর এক যাত্রী। তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

আরএম/