কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ জুলাই) দুপুর ৩টার দিকে ভেড়ামারা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম একরাম হোসেন প্রামানিক (৭২)। তিনি ভেড়ামারা উপজেলার মসলেমপুর এলাকার হোসেন প্রামানিকের ছেলে।
ভেড়ামারা থানার এস আই আবু বক্কার জানান, ভেড়ামারা হাসপাতালের সামনে একরাম হোসেন প্রামানিক রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আজকের বাজার/একেএ