কুষ্টিয়ার মিরপুর উপজেলার তুনিয়াপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিহাব আলী (২৪) ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং তুনিয়াপাড়া এলাকার বাসিন্দা মনোয়ার হোসেনের ছেলে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়ার বিত্তিপাড়া থেকে শ্যালো ইঞ্জিনচালিত একটি আলমসাধুতে করাত মিলের কাঠের গুড়া নিয়ে আসছিলেন শিহাব। এসময় তার বাবা এবং ভাইও সাথে ছিলেন। পথে ঘটনাস্থলে এলে আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আলমসাধুর নিচে চাপা পড়ে গুরুতর আহত হন শিহাব।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, শিহাবের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম হারুন-উর-রশিদ আকসারি এবং ইবির আইন বিভাগ। সূত্র-ইউএনবি
আজকের বাজার/ আখনূর রহমান