কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত, মা আহত

কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় আকরাম হোসেন (৪৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুত আহত হয়েছেন মোটরসাইকেলের পিছনে থাকা আকরামের মা।

সোমবার সকাল ১১টার দিকে সদর উপজেলার এগার মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকরাম হোসেন উপজেলার মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। আহত অবস্থায় আকরামের মাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইবি থানার ওসি রতন শেখ জানান, সকালে আকরাম তার অসুস্থ মাকে নিয়ে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরে আসেন ডাক্তার দেখাতে। এরপর বাড়ি ফেরার পথে এগারমাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আকরাম হোসেনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ সময় তার মা গুরুতর আহত হন। অচেতন অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আরএম/