উলিপুর উপজেলার যমুনা মাশানকুড়া এলাকায় ধান খেত থেকে সোমবার এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত বাদশা মিয়া (৫০) সদর উপজেলার ডাকুয়াপাড়া গ্রামের ওসমান আলীর ছেলে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, বাদশা মিয়া রবিবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সোমবার সকালে ধান খেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
স্বজনদের দাবি, বাদশা মিয়াকে হত্যা করে দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে।