কুড়িগ্রামে অটোরিক্সার চাকায় চাদর পেঁচিয়ে জহুরুল ইসলাম নামে এক কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে শহরের ঘোষপাড়ায় এ ঘটনা ঘটে।নিহত জহুরুল ইসলাম (৫৫) কাঁঠালবাড়ীর শিবরাম সর্দারপাড়া গ্রামের মৃত. জহদ্দি শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজার থেকে কুড়িগ্রাম শহরের জিয়া বাজারে কাঁচামাল নিতে আসার পথে অটোরিক্সার চাকায় তার গায়ের চাদর পেঁচিয়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি কাঁঠালবাড়ী বাজারে আদা-রসুনের ব্যবসা করতেন।
কুড়িগ্রাম সদর থানার ওসি আব্দুস সোবহান জানান, পরিবারের অনুরোধে তার লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজকের বাজার/আরজেড