কুড়িগ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৪৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করা হয়। এসময় ৬১৮ পিস ইয়াবাসহ ১০ বোতল ফেনসিডিল উদ্ধারের কথাও জানায় পুলিশ।
গ্রেপ্তারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১০ জন, নিয়মিত মামলার আসামি ১৯ জন, পূর্বের মামলার আসামি ১০ জন এবং পুলিশ আইনে ১৩৪ ধারায় ২ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ২ জনসহ মোট ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কুড়িগ্রামকে যাতে মাদকের রুট হিসেবে ব্যবহার করতে না পারে এজন্য সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।