কুড়িগ্রাম জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি প্রশিক্ষণ কেন্দ্রে জেলা পর্যায়ে থিমেটিক গ্রুপের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ৯ জানুয়ারি সকালে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন-স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম সেলিম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক সুলতানা পারভীন।
অন্যান্যের বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার শামসুল আলম, সদর ইউএনও আমিন আল পারভেজ, ইউনিসেফ রংপুর ও রাজশাহীর প্লানিং এন্ড মনিটরিং অফিসার সোনিয়া আফরিন, জেলা সমন্বয়কারী নুসরাত জাহান প্রমুখ।
ইউনিসেফ’র সহায়তায় লোকাল গভর্নেন্স ফর চিলড্রেন (এলজিসি) প্রকল্পের আওতায় জেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করে। এতে সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ শিশু সংশ্লিষ্ট বিষয়ে তাদের গৃহিত কর্মসূচিগুলো সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও কাঙ্খিত লক্ষ্য অর্জনে বাঁধা দূরীকরণে বিস্তর পরামর্শ গ্রহণ করা হয়।
আজকের বাজার/এমএইচ