কুড়িগ্রামে কাভার্ড ভ্যানের চাকায় পৃষ্ট হয়ে মুহাম্মদ আরিফ (৭) নামে এক শিশুর মর্মান্তিকভাবে নিহতের খবর পাওয়া গেছে। ৫ মে রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গোলাবাড়ি এলাকায় রৌমারী-ঢাকা সড়কে এ ঘটনা ঘটে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিলওয়ার হাসান ইনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- চালক পালিয়ে গেলেও কাভার্ডভ্যান আটক করে থানায় নেওয়া হয়েছে এবং লাশ উদ্ধার করে সোমবার সকালে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আরিফ রবিবার বিকালে উপজেলার কর্তিমারী বাজার থেকে তার নানা বাড়ি রৌমারীর বাইমমারীতে ফেরার পথে গোলাবাড়ি নামক এলাকায় পৌঁছা মাত্র বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
উল্লেখ্য, আরিফ রাজিবপুর উপজেলার মরিচাকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ও যাদুরচর ইউনিয়নের বাইমমারী গ্রামের আনছার আলীর নাতি। আরিফের মা আরিফা খাতুন সৌদি প্রবাসী।