কুড়িগ্রাম শহরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ও ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়ার ঘটনায় দুজন নিহত হয়েছেন।
সোমবার দুপুরে চৌরাস্তা মোড় এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, দুপুরে নাগেশ্বরী থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে রিকশার দুই যাত্রী নিহত হন। সেই সাথে অন্য অটো যাত্রী, পথচারী, ট্রাকের চালক ও সহকারীসহ ১৬ জন আহত হন।
ওসি জানান, ফায়ার সার্ভিস, পুলিশ ও রেড ক্রিসেন্টের সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়। সেখান থেকে গুরুতর ছয়জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান