কুড়িগ্রামের সদর উপজেলার নাজিরা গ্রামের নলেয়ারপাড় এলাকা থেকে দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ সেপ্টেম্বর) সকালে একটি পরিত্যক্ত সেচপাম্পের কাছে থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- কুড়িগ্রাম পৌর এলাকার ডাকুয়াপাড়া গ্রামের জাবেদ আলীর মেয়ে ও আমিন উদ্দিন দ্বিমুখী দাখিল মাদ্রসার অষ্টম শ্রেণির ছাত্রী সেলিনা আক্তার এবং পাশ্ববর্তী পূর্ব কল্যাণ গ্রামের সৈয়দ আলীর ছেলে ও কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র জাহাঙ্গীর আলম।
কুড়িগ্রামের পুলিশ সুপার মো: মেহেদুল করিম জানান, বুধবার সকালে নাজিরা গ্রামের নলেয়ারপাড় এলাকায় একটি পরিত্যক্ত সেচপাম্পের কাছে মরদেহ দু’টি দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে সদর থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠায়। মরদেহ দু’টির গলায় ওড়না পেঁচানো ছিল।
তিনি আরও বলেন, সুরতহাল রির্পোট অনুযায়ী প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
আজকের বাজার/এমএইচ