কুড়িগ্রামে নবদম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার

কুড়িগ্রাম শহরের হরিকেশ মধ্যপাড়ায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় এক নব-দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ওই দম্পতির নাম মিলন ও মনিষা বানু।

বুধবার (২০ জুন) দুপুরে তাদের শোবার ঘর লাশ উদ্ধার করা হয়। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

এলাকাবাসী জানায়, কুড়িগ্রাম শহরের হরিকেশ মধ্যপাড়া এলাকার বেলাল হোসেনের পুত্র মিলন (২০) একই এলাকার আইয়ুব আলীর কন্যা মনিষা বানু (১৭) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এই সম্পর্কের সুত্র ধরে গত ১ মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। প্রথমে তাদের এ বিয়ে পারিবারিক ভাবে মেনে নিতে না চাইলেও পরে তা মেনে নেয় উভয় পরিবার।

মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে তারা পড়ে। বুধবার দুপুর পর্যন্ত তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের অন্যান্য সদস্যরা তাদের ডাকাডাকি শুরু করে। তাতেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে তাদের একই রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজার রহমান জানান, নব-দম্পতির আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে।

রাসেল/