কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বানিয়াকড়ি এলাকায় নিজ ঘরের ভেতর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- ওই এলাকার বাসিন্দা নজরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী রুমি বেগম (৪০)।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন কবির জানান, শুক্রবার সকালে স্থানীয়রা ওই দম্পতির লাশ তাদের ঘরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে।
লাশ দুটি ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ধারণা করছে, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা তাদের শ্বাসরোধ করে হত্যা করেছে।