কুড়িগ্রামের উলিপুর উপজেলার সরদারপাড়া গ্রামে বৃহস্পতিবার দুপুরে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
তারা হলো-উপজেলার ধরণিবাড়ি ইউনিয়নে শাহাদৎ হোসেনের মেয়ে সাদিয়া (১০) ও সাওদা (৯)। তারা সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার আনোয়ার হোসেন খান জানান, মৃত দুই বোনের বাবা-মা চাকরির সুবাদে ঢাকায় থাকায় তারা সরদারপাড়া গ্রামে নানির বাড়িতে থেকে লেখাপড়া করছিল। ঘটনার দিন দুপুরে দুই বোন সবার অজান্তে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে অসতর্ক অবস্থায় পড়ে যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। পরে প্রতিবেশীরা পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে।
আজকের বাজার/এমএইচ