কুড়িগ্রামে পানিতে ডুবে আশিক বাবু (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৪ জুন) উপজেলার সদর ইউনিয়নের কলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর পরিবারের লোকজন জানায়, সকালে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় শিশু আশিক বাবু। পরে পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে শিশুটিকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আরজেড/