কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটি এলাকায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম বন্যা রানী রায় (১০)। নিহত শিশুটি ইউনিয়নের রাঙ্গাতিপাড়া গ্রামের সুব্রত চন্দ্র বর্মনের মেয়ে।
উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটি এলাকার সহকারী শিক্ষক বিবেকানন্দ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, শিশুটি তার মাসহ গত শনিবার ওই এলাকার মনি চন্দ্র বর্মনের বাড়িতে বেড়াতে আসে। রবিবার সকালে কয়েকজন শিশুসহ বন্যা রানী রায় তার আত্মীয় মনি চন্দ্র বর্মনের পুকুরে গোসল করতে নামে। এ সময় শিশুটি সবার অজান্তে পুকুরের গভীর পানিতে ডুবে যায়।
পরে তার সঙ্গীরা পুকুরে দেখতে না পেয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী এসে পুকুর থেকে খুঁজে শিশুটিতে উদ্ধার করে ফুলবাড়ী হাতপাতালে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আকতারা বেগম শিশুটিতে মৃত ঘোষণা করেন।
আজকের বাজার/একেএ