কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের নটানপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে মিম (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরের দিকে ওই গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
পরিবার সুত্রে জানা যায়, দুপুর ১টার দিকে শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায় সে। অনেক খুঁজেও তাকে পাওয়া যায় না। অবশেষে ঘন্টাখানেক পরে মিমকে পুকুর থেকে পাওয়া যায়।
তাকে দ্রুত রৌমারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রৌমারী হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুর রাজ্জাক জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা গেছে।
আজকের বাজার/একেএ