কুড়িগ্রামের উলিপুর উপজেলায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের চেষ্টায় আব্দুস সামাদ (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার উপজেলার নিজাই খামার গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরিবার ও মামলা সূত্রে জানা যায়, নিজাই খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির এক শিক্ষার্থীকে প্রতিবেশী আব্দুস সামাদ আম খাওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে একটি বাঁশঝাড়ে নিয়ে যায়। এসময় শিশুটিকে জোর করে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে। এসময় আব্দুস সামাদ ঘটনাস্থল থেকে পালিয়ে নিজ বাড়িতে চলে যান। বিক্ষুব্ধ জনতা তার বাড়ি ঘেরাও করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার ও আব্দুস সামাদকে আটক করে। প্রতিবন্ধী শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় শিশুটির দাদি বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা করেন।
উলিপুর থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম বলেন, আব্দুস সামাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আজকের বাজার/একেএ