উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রামে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচি গ্রহণ করে। আজ সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
জেলা প্রশাসক মো: রেজউল করিম, জেলা পরিষদের চেয়ারম্যান মো: জাফর আলী, অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন। শোভাযাত্রায় অংশ নেয় জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তর, কুড়িগ্রাম সরকারি কলেজ, জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, কুড়িগ্রাম প্রেস ক্লাব, শিশু নিকেতন, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, ঐতিহ্য ও প্রচ্ছদ কুড়িগ্রামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
আজ দুপুরে শিশু একাডেমি প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া কুড়িগ্রাম সরকারি কলেজ ও প্রচ্ছদ কুড়িগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান