কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় এক কিশোরকে আটকের প্রায় ১৬ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়া হয়েছে।
শনিবার (৯ জুন) দুপুরে উপজেলার গোরকমণ্ডপ সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার নং-৯৩০ এর সাব পিলার ৫-এসের পাশে বাংলাদেশি গোরকমণ্ডপ পূর্বটারী এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবির পক্ষে ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নুর-ই-আলম ও ফুলবাড়ী থানার এসআই মহুবর রহমান এবং কোচবিহার ৩৮ বিএসএফ ব্যাটেলিয়নের পক্ষে ৫ সদস্যের দলের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি সুনীল কুমার।
বৈঠক শেষে বিজিবি ও পুলিশ ভারতীয় কোচবিহার জেলার দিনহাটা থানার হরিদা খারিদা পূর্বটারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে কিশোর ইয়াসিন আলীকে বিএসএফের কাছে হস্তান্তর করেছে।
লালমনিরহাট ১৫ ব্যাটালিয়ন অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নুর-ই-আলম জানান, বিজিবি ও পুলিশ প্রতিদিনেই সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছেন। তাই পুলিশ শুক্রবার রাত সাড়ে ৯টায় মাদক বিরোধী অভিযান চালার সময় বাংলাদেশি মাদক ব্যবসায়ীকে ধরা সময় ওই ভারতীয় কিশোর অনুপ্রবেশ করায় তাকেও আটক করে।
আজকের বাজার/একেএ