চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাড়ে আট কেজি গাঁজসহ ২ মাদক ব্যবসায়ী, ২ ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ জুলাই) দিবাগত রাতে ও রোববার (৮ জুলাই) দুপুরে পৃথক মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদকসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামের মৃত আবু বক্করের ছেলে মিজানুর রহমান (৪২), ধর্মপুর আজোয়াটারী গ্রামের মেহের জামালের ছেলে আব্দুল আজিজ (৩২) এরা দুইজন মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি।
মাদক মামলার আরো দুই আসামি হলো নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোটাল গ্রামের নট্টু খন্দকারের ছেলে সজিব খন্দকার (১৯) ও বালাতাড়ি গ্রামের আব্দুল জব্বারের ছেলে রফিকুল ইসলাম (৩২)।
১৫১ ধারার আসামিরা হলো উপজেলার পানিমাছকুটি গ্রামের মেহের আলীর ছেলে হারুন-অর-রশিদ (২৫), রংপুর সদর উপজেলার আনছারের মোড় গ্রামের ওয়াহেদ আলীর ছেলে মোর্শেদ আলী (৩০), গোস্তাপাড়া গ্রামের মৃত আব্দুল কাউয়ুমের ছেলে হাবিবুর রহমান (৩৭) ও পূর্বথখলেয়া গ্রামের আফতাবের ছেলে রাকিবুল হক (৩২)।
ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এএসআই হাছান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজকের বাজার/একেএ