কুড়িগ্রামে মাদকসহ বিভিন্ন মামলায় ৩৮ জন গ্রেপ্তার

কুড়িগ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার মধ্যরাত থেকে মঙ্গলার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় ২১ পিস ইয়াবাসহ ৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।

জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৮ জন, নিয়মিত মামলার ১৮ জন, পূর্বের মামলার ১১ জন এবং পুলিশ আইনে ১৩৪ ধারার একজন রয়েছে।

তিনি আরও জানান, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কুড়িগ্রাম যাতে মাদকের রুট হিসেবে ব্যবহার না হয়, এজন্য সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।

আজকের বাজার/লুৎফর রহমান