কুড়িগ্রামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার, ৩ ডিসেম্বর দুপুরে পৌরসভার এলাকার হিরার খামার গ্রামের হোকডাঙ্গা বিলের পার্শ্ববর্তী এক ধানক্ষেত থেকে মোকলেছুর রহমান (১৮) নামের ওই যুবক মরদেহটি উদ্ধার করা হয়। মোকলেছুর কচাকাটা কাশেম বাজারের ফজলুল হকের পুত্র।
স্থানীয়রা জানায়, মোকলেছুর ছোটবেলা থেকে নাগেশ্বরী পৌরসভার হিরার খামার গ্রামে তার নানী আম্বিয়া খাতুনের কাছে থাকতো। ২ ডিসেম্বর সন্ধ্যায় টেলিভিশন দেখার কথা বলে সে বাড়ি থেকে ৫০ টাকা নিয়ে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি। পরে অনেক খোঁজাখুজি করে তাকে পায়নি।
সোমবার সকালে বাড়ির পার্শ্ববর্তী হোকডাঙ্গা বিলের পাশে একটি ধান ক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে নাগেশ্বরী থানার এসআই সারওয়ার পারভেজ, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
আজকের বাজার/এমএইচ