‘মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে কুড়িগ্রামে দু’দিন ব্যাপী শিক্ষা মেলা শুরু হয়েছে।
রোববার সকালে কুড়িগ্রাম প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে শিক্ষা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, বিষয় ও চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প পরিচালক যুগ্ম সচিব লোকমান আহমদ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, সদর নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৈফিকুর রহমান ও এসএম আরশাদ প্রমুখ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে দু’দিন ব্যাপী শিক্ষা মেলায় জেলার ৯টি উপজেলার ১৫টি স্টলে বিভিন্ন শিক্ষা উপকরণসহ মানসম্মত শিক্ষা কার্যক্রম নিয়ে প্রদর্শনী সাজানো হয়েছে। এছাড়াও থাকছে ভাওয়াইয়া, জারি, সারি এবং লোকজ গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এমআর/