কুড়িগ্রামে ৩৬ কেজি গাঁজাসহ আটক ৪

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের সিঙ্গের ভিটা গ্রামের নুরনবীর বাড়িতে অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ ৪ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় এ কাজে ব্যবহৃত তাদের একটি ট্রাক জব্দ করা হয়।

রোববার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় ওই এলাকার শাহালমের ছেলে আব্দুল বাতেন (৩০), বাচ্চা মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (৩৬), আবু বকরের ছেলে সাইফুল ইসলাম (৩৫), খায়রুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম (৩০) ট্রাকে ৩ প্যাকেটে ৩৬ কেজি গাঁজা রেখে পাথর দিয়ে ঢেকে ট্রাক নিয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিল। এ অবস্থায় পুলিশ তাদের ঘিরে ফেলে আটক করে।

এসময় তাদের কাছ থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করে থানায় নিয়ে আসা হয় এ কাজে ব্যবহৃত ট্রাকটি।

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকির উল ইসলাম চৌধুরী এর সত্যতা নিশ্চিত করেন।

আজকের বাজার/একেএ