কুড়িগ্রামের কচাকাটা থানার বল্লভের খাষ ইউনিয়নের বেরুবাড়ি গ্রামে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বুধবার হাবিবুর রহমানকে(৬০)গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে শিশুটি পাশের বাড়িতে খেলার সময় বাড়ির মালিক হাবিবুর রহমান টাকা দেয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে মা এবং দাদীকে সব জানায়। এদিকে, অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং শিশুটির দাদা অভিযুক্ত বৃদ্ধ হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন অর রশিদ জানান, গ্রেপ্তারের পর হাবিবুরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান