কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্ত থেকে বুধবার রাতে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আটক নুরনবী মিয়া (৩২) উপজেলার খোঁচাবাড়ী গ্রামের মকবুল হোসেনের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম তৌহিদ-উল-আলম জানান, নুরনবী মিয়া দীর্ঘদিন ধরে ভারতের দিল্লীতে ইটভাটায় কাজ করে আসছিলেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক পিলার ৯৩৪ এর পাশ দিয়ে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার করলা ক্যাম্পের ৩৮ বিএসএফ সদস্যরা তাকে আটক করে।
আটক বাংলাদেশি যুবককে ফেরত আনার প্রক্রিয়া চলছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
আজকের বাজার/এমএইচ