কুড়িগ্রামের ফুলবাড়ীতে নারী ও শিশুসহ ১৭ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২৬ জুন) দিবাগত রাতে উপজেলার ধর্মপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
আটকের ৩ ঘণ্টা পর স্থানীয় জনপ্রতিনিধি ও আত্মীয়-স্বজনদের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়।
বিজিবি জানায়, ভারত থেকে বাংলাদেশে আসার সময় উপজেলার ধর্মপুর সীমান্ত এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় দিকে কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহিদের নেতৃত্বে একদল বিজিবি সদস্য আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৩ এর সাব পিলার ৩ এসের পাশ থেকে তাদের আটক করে।
তাদের কাশিপুর ক্যাম্পে নিয়ে আসার ৩ ঘণ্টা পর স্থানীয় জনপ্রতিনিধি ও আত্মীয়-স্বজনদের জিম্মায় রাতেই তাদের ছেড়ে দেয়া হয়েছে।
লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহিদ বলেন, তারা বাংলাদেশি হওয়ায় আটকের ৩ ঘণ্টা পর স্থানীয় জনপ্রতিনিধি ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে লিখিত নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে।