স্বাধীনতা বিরোধী চক্র ও জঙ্গিবাদকে নির্মূল করার দৃঢ় প্রত্যয় ঘোষণার মধ্য দিয়ে পালিত হয়েছে কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস।
বৃহস্পতিবার, ০৬ ডিসেম্বর এ উপলক্ষে কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট যৌথভাবে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে স্বাধীনতার বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সিরাজুল ইসলাম টুকুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-ডিপুটি কমান্ডার আমিনুল ইসলাম, সদর উপজেলা কমান্ডার আব্দুল বাতেন প্রমূখ।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনী এবং দালাল-রাজাকারদের সম্মুখ যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত করে কুড়িগ্রাম শহরকে হানাদার মুক্ত করেছিল।
আজকের বাজার/এমএইচ