পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক সোহাগের (৩০) মরদেহ উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৬টায় পশ্চিম কুয়াকাটা ২নম্বর ওয়ার্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জমান বলেন, বুধবার দুপুরে সোহাগ তার দুই সহকর্মী সোহাগ (২০) ও মহসিনকে (২০) নিয়ে সমুদ্রে গোসলে নামেন। তারা আধাঘণ্টা পরে সোহাগকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। পরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় পশ্চিম কুয়াকাটা ২নম্বর ওয়ার্ড এলাকা থেকে নিখোঁজ সোহাগের (৩০) মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহটি মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সোহাগ ঢাকার সাভারের আশুলিয়া জামগড়া এলাকার বাসিন্দা বলেও জানান তিনি।
আজকের বাজার/আরআইএস