দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথে সৌরবিদ্যুতের মাধ্যমে আলোর ব্যবস্থা করে কুয়াশার রাতে ফেরি চলাচল সচল রাখার সুপারিশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি। পাশাপাশি প্রত্যেকটি ফেরিতে রাডার স্থাপনেরও সুপারিশ করা হয়েছে। বুধবার ‘৬ ডিসেম্বর’ সংসদ ভবনে অনুষ্টিত এ সংক্রান্ত এক সভায় এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি কাজি কেরামত আলী এতে সভাপতিত্ব করেন।
শীতকালে ঘন কুয়াশায় আলোর স্বল্পতার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে ফেরি চলাচলে ব্যাঘাত ঘটে। পারাপারের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে গিয়ে চরম দূর্ভোগে পড়েন যাত্রী ও অন্যরা। প্রতিবছরের মত এবারও এই দূর্ভোগ থেকে রেহায় মেলেনি। শীতের রাতে এই সমস্যার সমাধান করতেই কমিটি এমন সুপারিশ করেছে।
সভায় নৌপথ ড্রেজিংয়ের পূর্বে অবশ্যই সম্ভাব্যতা যাচাই করে খনন কাজে হাত দেয়ার সুপারিশ করে কমিটি। এছাড়া বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ ‘আইএমইডি’ কর্তৃক নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপস্থাপিত বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে মতামত প্রদান করা হয়।
সভায় জানানো হয়, সারাদেশে ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় প্রাথমিকভাবে ৫৩টি নদীর খনন কাজের প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রথম পর্যায়ে ২৪টি নদী খনন কাজের মধ্যে ৪টি নদী খনন প্রকল্প কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং বাকি ২০টি প্রকল্পের কাজ বর্তমানে চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় বিভিন্ন পর্যায়ে সারাদেশের ২৪ হাজার কিলোমিটার নৌপথ খনন করার মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
কমিটির সদস্য এডভোকেট মোঃ রহমত আলী, মোঃ শহীদুজ্জামান সরকার, মোঃ আব্দুল মজিদ খান, মীর মোস্তাক আহমেদ রবিসহ সংশ্লিষ্টরা এ সভায় অংশগ্রহণ করেন।
আজকের বাজার: এনএল / সালি, ০৬ ডিসেম্বর ২০১৭