কুয়িন্স ইয়াং লিডার অ্যাওয়ার্ড পেলেন আয়মান সাদিক

যুক্তরাজ্যের কুয়িন্স ইয়াং লিডার অ্যাওয়ার্ড- জিতেছেন বাংলাদেশি তরুণ আয়মান সাদিক। শিক্ষামূলক ওয়েবসাইট টেন মিনিট স্কুল প্রতিষ্ঠার জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়।

মঙ্গলবার (২৬ জুন) লন্ডনে রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে এ পুরষ্কার গ্রহণ করেন তিনি।

কমনওয়েলথভুক্ত দেশগুলোর তরুণদের অর্জনের স্বীকৃতিস্বরূপ এ পুরষ্কার দেওয়া হয়।

এছাড়াও স্বাস্থ্য, খাদ্য, জলবায়ু পরিবর্তন এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণে অবদান রাখার জন্য তরুণদের কুয়িন্স ইয়াং লিডার এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এরমধ্যে নারী সহিংসতার বিরুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য পুরস্কৃত করা হয় জাইবা তাহিয়া।

আরজেড/