কুয়েটের সমাবর্তন আজ, যাচ্ছেন রাষ্ট্রপতি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩য় সমাবর্তন আজ বুধবার বিকেল ৩টায় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ। সমাবর্তন বক্তা থাকবেন বিশিষ্ট বিজ্ঞানী ও বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ আলী আসগর।

বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। সমাবর্তনে রাষ্ট্রপতি ৩ হাজার ২৩ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী প্রদান করবেন।

সমাবর্তনে ২০১০-২০১১ থেকে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে বি.এস-সি. ইঞ্জিনিয়ারিং ও বিইউআরপি এবং ২য় সমাবর্তনের পর হতে এ সময়কাল পর্যন্ত পিএইচডি, এমফিল, এমএস-সি, ইঞ্জিনিয়ারিং ও এমএসসি ডিগ্রী অর্জনকৃত শিক্ষাথৃীদের ডিগ্রী প্রদান করা হবে।

মোট ২ হাজার ৭৯৫ জনকে স্নাতক ও ২২৮জনকে স্নাতকোত্তর ডিগ্রী প্রদান করা হবে। এর মধ্যে বিএসসি ইঞ্জিনিয়ারিং ২ হাজার ৬৫৭, বিইউআরপি ১৩৮, এমএসসি ৬৯, এমএসসি ইঞ্জিনিয়ারিং ১০৩, এমফিল ৪৮ এবং ০৮ জনকে পিএইচডি ডিগ্রীর সনদ প্রদান করা হবে। একই সাথে স্নাতক পর্যায়ে ভালো ফলাফলের ভিত্তিতে ‘বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক’ দেয়া হবে ৩৮জন কৃতি গ্রাজুয়েটকে।

১৯৭৪ সালের ৩ জুন কুয়েটের শিক্ষা কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত এ প্রতিষ্ঠান থেকে মোট ৬ হাজার ৬৮৩ জনকে ডিগ্রী সনদ প্রদান করা হয়েছে।

আজকেরবাজার/এস