কুয়েটের ৪ শিক্ষার্থীর মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

ময়মনসিংহের ভালুকায় ভবনে বিস্ফোরণে দগ্ধ হয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৪ জন শিক্ষার্থীর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ । নিহতরা হলেন, তৌহিদুল ইসলাম, শাহীন মিয়া, হাফিজুর রহমান এবং দীপ্ত সরকার।

রোববার এক শোক বার্তায় শিক্ষামন্ত্রী তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

উল্লেখ্য, তারা কুয়েটের বস্ত্র প্রকৌশল বিভাগের ছাত্র ছিলেন। ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় ইন্টার্নশীপ প্রকৌশলী হিসেবে কাজ করছিলেন তারা।

আরএম/