খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।
কুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ভর্তি পরীক্ষা ১৮ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এরআগে ২৫ অক্টোবর ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হলেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ বিবেচনা করে শিক্ষার্থীদের সুবিধার্থে নতুন এ তারিখ নির্ধারণ করা হয়েছে।
ভর্তি সংক্রান্ত তথ্যাবলী পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড, ওয়েবসাইট (www.kuet.ac.bd) এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
আজকের বাজার/লুৎফর রহমান