খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিবির সন্দেহে ১৪ শিক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। আটকরা হলেন- আবদুল্লাহ নাইম (২২), রুম্মান বিন জাহিদ (২২), শহিদুল ইসলাম (২১), রেজাউল্লাহ (২১), মনিউল আলিফিন (২২), আ. আলিম (২২), আব্দুল্লাহ আরমান (২১), নাসরিউদ্দিন (২২), মোজাহের উদ্দিন (২২), আবদুল্লাহ আরাফাত (২২), লুৎফর রহমান (২২), মাহিদি হাসান (২২), শাহিনুজ্জামান (২২) ও মইন ইসলাম (২২)।
মঙ্গলবার ২ মে সকালে কুয়েট ছাত্রলীগের সভাপতি সাফায়েত হোসেন নয়ন তাদের পুলিশে তুলে দেন।
এর আগে ওই শিক্ষার্থীদের মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, ওই ১৪ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসা হয়েছে। নাশকতার পরিকল্পনা করছিল এমন অভিযোগে করা একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
তারা সবাই কুয়েটের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের ছাত্র। তাদের কে তল্লাশি করে ১৪টি ল্যাপটপ, জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট বই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আশরাফুল আলম আরও জানান, কুয়েট ছাত্রলীগ সভাপতি শাফায়েত হোসেন নয়ন ও সাধারণ সম্পাদক সোহাগ ফোন করে তাকে জানান, হল থেকে ১৪জন শিবিরকর্মীকে আটক করে ক্যাফেটেরিয়ায় রাখা হয়েছে। পরে তিনি আটকদের উদ্ধার করে ফুলতলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসেন।
আটক ছাত্রদের সম্পর্কে তথ্য জানতে কুযেট জনসংযোগ শাখার সেকশন অফিসার মনোজ কুমার মজুমদারের সাথে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য না করে পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
আজকের বাজার: আরআর/ ০২ মে ২০১৭