তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের আমির সাবাহ আল আহমদ আল জাবের আল সাবাহর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পৃথক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত রাজকীয় পরিবার ও সেদেশের ভাতৃপ্রতীম জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তারা উল্লেখ করেন, শেখ সাবাহ ছিলেন মুসলিম বিশ্বের স্বার্থরক্ষায় অত্যন্ত নিবেদিতপ্রাণ একজন বিশ্বনেতা। তিনি ছিলেন বাংলাদেশের প্রকৃত বন্ধু। শেখ সাবাহর নেতৃত্বে বাংলাদেশ ও কুয়েতের সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কুয়েতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কুয়েতের আমিরের ভূমিকা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
৯১ বছর বয়সী কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল সাবাহ মঙ্গলবার মারা গেছেন। কুয়েতের আমির হিসেবে বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন দেশটির নিরাপত্তা অধিদপ্তরে র্দীঘসময় ধরে নিয়োজিত থাকা সাবাহর সৎ ভাই ক্রাউন প্রিন্স শেখ নওয়াফ। তার এ দায়িত্ব নেয়ার মধ্যদিয়ে কুয়েতের পরবর্তী আমির কে হবেন তা নিয়ে থাকা সব জল্পনা কল্পনার অবসান হলো।