কুয়েতে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর এবার পদত্যাগ করেছে দেশটির মন্ত্রিসভা। ৩০ অক্টোবর সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ খবর প্রচারিত হয়।
মধ্যপ্রাচ্যের টিভি চ্যানেল আল আরাবিয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সরকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারক আল সাবাহ।
উপসাগরের তৈল রপ্তানীকারক দেশগুলোর মধ্যে কুয়েতের পার্লামেন্টই সবচেয়ে পুরনো। তবে দেশটিতে যখন তখন মন্ত্রিসভার রদবদল হয়ে থাকে।
গত ফেব্রুয়ারিতে কুয়েতে নতুন সরকার গঠন করা হয়েছিল। এ সরকারের আট মাস পার না হতেই প্রধানমন্ত্রীর পদত্যাগের খবর পাওয়া গেল।
দেশটির পার্লামেন্টের স্পিকার জাসেম আল খোরাফি বলেছেন, পার্লামেন্ট ভেঙে যাওয়ার ব্যাপারে তাকে কিছু জানানো হয়নি। তবে বিরোধী দলীয় সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর এই পদত্যাগকে স্বাগত জানিয়েছে।
আজকের বাজার : এমএম / ৩০ অক্টোবর ২০১৭