সরকার মেজর জেনারেল মো. আশিকুজ্জামানকে কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মেজর জেনারেল মো. আশিকুজ্জামান ১৯৮৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনড লাভ করেন। তিনি সেনাবাহনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দয়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিয়েরালিয়ন, ডেমমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো ও আইভরিকোস্টে জাতিসংঘ শান্তি মিশনে দায়িত্ব পালন করেন। রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের আগ পর্যন্ত তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশে সিনিয়র ডাইরেক্টিং স্টাফ পদে দায়িত্বরত ছিলেন।
তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টারস অব ডিফেন্স স্টাডিজ এবং মাস্টারস অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ডিগ্রি অর্জন করেন। ব্যাক্তি জীবনে বিবাহিত আশিকুজ্জামানের সহধর্মিনী নাহিদ নিয়াজ শিলু। তিনি দু’পুত্র সন্তানের পিতা। তিনি একজন গলফার ও শিল্পী। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান