কুয়েতে ডিপ ফ্রিজ থেকে ফিলিপিনো গৃহকর্মীর লাশ উদ্ধার

ছবি : ইন্টারনেট

কুয়েতে নিয়োগদাতার ফ্ল্যাটের ডিপ ফ্রিজ থেকে ফিলিপাইনের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিয়োগদাতা নাদের এসাম আসাফকে আটক করা হয়েছে। খবর বিবিসির।

ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, নাদের এসাম আসাফ লেবাননের নাগরিক এবং সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে । তার সিরিয়ান স্ত্রী মোনাও এখন পলাতক। তাকেও একজন সন্দেহভাজন বলে বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, এক বছরেরও বেশি আগে ২৯ বছর বয়সী গৃহকর্মী জোয়ানা ডেমাফেলিস নিখোঁজ হন।

জোয়ানা ডেমাফেলিসের মৃত্যুর ঘটনা ফিলিপিনের ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে এবং তার পর কুয়েতে ফিলিপিনোদের কাজ করতে যাবার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সে দেশের সরকার।

ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী এ্যালান পিটার আসাফের গ্রেফতারের খবরে সন্তোষ প্রকাশ করেছেন।

কুয়েতের কর্তৃপক্ষও বলেছে, এ ব্যাপারে ন্যায়বিচার নিশ্চিত করতে সবকিছুই করা হবে।

ফিলিপিনের কর্তৃপক্ষ বলছে, এ ঘটনার পর ১ হাজারেরও বেশি ফিলিপিনোর কর্মীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে-যাদের বেশির ভাগই গৃহকর্মী হিসেবে কাজ করতো। কুয়েতে প্রায় ২২ হাজার ফিলিপিনো নাগরিক কাজ করে ।

আজকের বাজার: আরজেড/আরএম/ ২৪ ফেব্রুয়ারি ২০১৮