বিশ্বে যুক্তরাষ্ট্রের যতগুলো কূটনৈতিক মিশন আছে তার চেয়ে এখন বেশি আছে চীনের।
বুধবার অস্ট্রেলিয়ার লোয়ি ইন্সটিটিউট এ বিষয়ে ‘গ্লোবাল ডিপ্লোমেসি ইনডেক্স’ নামে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে।
লোয়ি ইনস্টিটিউটের তথ্যমতে, এ বছর বিশ্বজুড়ে থাকা দূতাবাস ও অন্যান্য দফতর মিলিয়ে বেইজিংয়ের মিশনের সংখ্যা ২৭৬। এ সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে ৩টি বেশি। বিশ্বের দুই শীর্ষ অর্থনীতির দেশের পরপরই ফ্রান্স, জাপান ও রাশিয়া রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
২০১৬ সালের তালিকায় যুক্তরাজ্যের অবস্থান ছিল নয়ে। দেশটি এবার আরও দুই ধাপ পিছিয়ে ১১ নম্বরে অবস্থান করছে।
লোয়ি ইনস্টিটিউট এ তালিকা করার সময় বিভিন্ন দেশের দূতাবাসের পাশাপাশি তাদের কনসুলেটগুলোকেও স্থান দিয়েছে। থিঙ্কট্যাঙ্কটি বলছে, কূটনৈতিক মিশনের সংখ্যার মাধ্যমে মূলত ভূরাজনীতিতে বিভিন্ন দেশের ‘শক্তি ও দুর্বলতার’ ইঙ্গিত পাওয়া যায়।
কূটনৈতিক ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলোতেই চীনের বাড়তি নজর দেয়ার চিত্র দেখা যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
২০১৬ সালেও মিশন সংখ্যায় দেশটি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের পেছনে ছিল। সেসময় দূতাবাস ও কনসুলেটসহ তাদের মিশন ছিল ২৬৭টি। ২০১৭ সালে চীন ফ্রান্সকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসে।
২০১৬ সালের তুলনায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কার্যালয়ের সংখ্যাও বেড়েছে। ২৭১ থেকে এ বছর সেটি ২৭৩ এসে দাঁড়িয়েছে।
উল্টোদিকে যুক্তরাজ্য তাদের মিশনের ব্যাপ্তি ও সংখ্যা কমিয়েই যাচ্ছে। ২০১৬ সালেও দেশটির দূতাবাস ও কনসুলেটসহ মিশনের সংখ্যা ২১৬টি ছিল, ৩ বছর পর তা কমে দাঁড়িয়েছে ২০৯-এ।
আজকের বাজার / ফজলুর রহমান